দুপুর ২:৩১
মাঝে মাঝে মনে হয়,
জীবনে একটা ctrl+z থাকলে মন্দ হতো না...
আজ একটা ctrl+z এর প্রয়োজন খুবই অনুভব করছি...
কত ভুল নিয়ে এতদূর চলে এসেছি...
ভাবতেই কেমন যেন লাগে...
কি যেন নেই আমার জীবনে...
-- হতাশা...
-- দুঃখবোধ...
-- বিষন্নতা...
কেমন যেন দম বন্ধ হয়ে যাওয়া একটা অবস্থা....
F5 প্রেস করেও আমি আমার হতাশাকে, দুঃখবোধকে, বিষন্নতাকে কাটাতে পারি না..
বার বার প্রেস করলে ওরা আমাকে আরো চেপে ধরে...
মাঝে মাঝে ইচ্ছে হয়,
Del প্রেস করি...
কিন্তু আমি পারি না...
আমাকে শেষ করে দিতে আমি পারি না...
আসলে Del প্রেস করলে তো শেষ হয়ে যাবো না...
Recycle Bin এ গিয়ে জমা হবো...
সেই ঘুটঘুটে অন্ধকার Recycle Bin...
ভাবতেই গা শিউরে উঠে...
একটা অজানা আতংক ভর করে...
মাঝে মাঝে ভাবি,
সৃষ্টিকর্তা Shift+Del অপশন টা আমার হাতে দিলে কি এমন ক্ষতি হতো...
আর যদি recovery-র কোন সিস্টেমই না থাকতো...
সম্পূর্ণ শেষ করে দিতাম এই জীবনকে...
একেবারে অস্তিত্বহীন হয়ে যেতাম...
. . .
Darun bolechen!!
ar...eshob vabte vabte jokhon mathata hang hoye jay, tokhon dorkar ekta
ctrl+alt+del
c-drive এর কাছাকাছি থাকার চেষ্টা করেন ।
********************
********************
(আপনি এত ভালো লেখেন কি করে ? শূণ্যাপু ;-) )
হি হি হি, ভাল বলেছেন @ecentric...
আমি কি লিখলাম?! o_O @bibek
কিছু লিখেন নাই । অটোমেটিক হয়ে গেছে ! চরি ;-)
***
নতুন লেখা চাইইইই!!
পাই শুভেচ্ছা :))
:P
ওরে বাপরে! এখানে কেবল কম্পু ভাষায় কথা হচ্ছে!! আমি এখানে নাই!!!
future should be like "INSERT".. whatever devine I m gonna do, that will overwrite the dark past....
কি আর করবেন আপগ্রেড করে করে যেভাবে চালিয়ে আসছেন জীবন চালাতে হবে বাকিটা, সমস্যার মোকাবেলা করতে হবে এভাবেই। জীবন তো থেমে থাকেনা তাইনা !
লেখার কথা বাদ, আপনার ব্লগের ডিজাইন দেখেই আমার মাথা ঘুরে গেছে! আপনাকে চিনিনা, কিন্তু গ্রুপে মেইল পড়েই বুঝেছি আপনি কম্পু লাইনের মানুষ। এখন ব্লগ + কম্পু-কবিতা পড়ে নিশ্চিত। এত সুন্দর ব্লগটা খালি রেখেছেন কেনো, লিখা চাই!
ডিজাইনটা মারাত্নক হয়েছে....
আপনি জানেন তো, আপনাকে দিয়েই কিছু একটা হবে।
যাযাবর বলেছেন...
এত সুন্দর ব্লগটা খালি রেখেছেন কেনো, লিখা চাই!
***বোঝা গেলো ? :-)
:'(
আমার কমেন্ট টা ভুলে DEL হয়ে গেছে। :((
এখন আমার-ই তো CTRL+Z দরকার।
ধ্যাৎ!!
আপনার ব্লগের Design খুব সুন্দর। এই সুন্দর Design এর ব্লগটা এভাবে শুন্য ফেলে রাখার Authorization আপনাকে কে দিছে? বেশি দিন ব্লগ খালি রাখলে আপনাকে এখান থেকে ACCESS DENIED!!! দেখাতে পারে। :P
So, be Careful!!
লে আউটটা অনেক সুন্দর! কবিতাটাও! :)
রেটিঙের লেখা পাল্টান :-|
এই কবিতাটা (B-)) আমি যদি প্রিয় পোষ্ট হিসেবে রাখতে পারতাম, একটা আফসোস মিটতো :(( এত অসাধারণ মানুষ লেখে কি করে... !!!!!
bapre bap!! design deikha tashki khailam!
সালাম আলাইকুম...
হুম্মম্মম্মম্মম্ম