void



আজকে সামি ইউসুফের সাথে লাইভ চ্যাট হল প্রায় ৩ ঘন্টা ধরে চ্যাট, মাশাআল্লাহ! শেষের দিকে সামি ইউসুফের গলার অবস্থা কেরোসিন । একটা ফোরামের মাধ্যমে আমরা ভয়েস চ্যাট করলাম...

ব্যক্তি হিসাবে সামি ইউসুফ অনেক নম্র, ভদ্র, কথা বলেন সুন্দর করে তবে এখনো সম্পূর্ণ ম্যাচিউরড হয়ে উঠতে পারেন নি আরেকটু ট্যাকফুললি কথা বললে ভাল হতো


কুরদিসদের সম্পর্কে সামি ইউসুফের ধারণা শুনে তাজ্জব হয়ে গেলাম কুরদিসদের সম্পর্কে আমি অবশ্য বেশি কিছু জানি না, কিন্তু যারা নির্যাতিত, যারা তাদের স্বাধনতার জন্য যুদ্ধ করে চলেছে তাদেরকে টেরোরিস্ট বলাটা কতটা যুক্তি সংগত হয়েছে এটা বুঝতে পারছি না এ সম্পর্কে মন্তব্য করতে গেলে আমাকে প্রথমে কুরদিসদের পিকেকে গ্রুপ সম্পর্কে জানতে হবে এখন যেহেতু তেমন কিছু জানি না, তাই মন্তব্য করা থেকে বিরত থাকছি


শেষ মিউজিক ভিডিও 'আসমা-উ-আল্লাহ' তে হিজাব ছাড়া মেয়েদের যে দেখানো হয়েছে, এটারও তেমন শক্ত যুক্তি সামি ইউসুফ দিতে পারেন নি যা বললেন তা আমার কাছে খুব একটা ভাল লাগে নি উনি বললেন, কার ফেইথ বেশি এটা আমরা জাজ করার কে কেউ যদি হিজাব ছাড়া থাকে তার বিশ্বাস যে হিজাবী মেয়েদের থেকে বেশি তা আমরা কেমন করে বুঝলাম? হতে পারে, যে হিজাব ছাড়া মেয়েটির ফেইথ বেশি সুতরাং উনি হিজাব ছাড়া মেয়েদের নিয়েও কাজ করেছেন যুক্তিটা আমার কাছে কেমন যেন ঠেকলো কথা হচ্ছে, উনি তো কাজ করার জন্য পুরোটাই স্বাধীনতা রাখেন উনি একটা ভিডিও বানাবেন যেটা কিনা একটা ম্যাসেজ বহন করবে কি ম্যাসেজ দিচ্ছেন সেটাতো খোলাখুলি কোথাও বলেন নি হিজাব ছাড়া মেয়েরা ভাববে যে তারা যে হিজাব করছে না এতে কোন অসুবিধা নেই আমরা জানি হিজাব করা ফরজ, তাতে কি হয়েছে? আমাদের তো ফেইথ আছে সুতরাং হিজাবেরই বা কি দরকার! বিশ্বাস থাকলেই তো হল আর অমুসলিমদের কথা বাদই না হয় দিলাম


ভিডিওতে সবক'টা মেয়ে হিজাবী থাকলে এমন কি অসুবিধা হতো? আমার মতে অসুবিধা তো হতোই না বরং অনেক লাভ হতো নন-হিজাবীরা দেখতো যে হিজাব করেও কি সুন্দর কাজ করা যায় শুধুমাত্র আল্লাহ যতটুকু সীমারেখা টেনে দিয়েছেন সেই সীমার মধ্যে সবকিছু করা সম্ভব এটা কি আরও ভাল ম্যাসেজ হতে পারতো না?


যা হোক, আল্লাহর কাছে দোয়া করছি সামি ইউসুফ আরো পরিণত হোক আল্লাহ তাকে সৎ পথে থাকার তাওফীক দান করুন


কি লিখতে গিয়ে কি লিখে ফেললাম.... :|




9 Responses

  1. :))

    সামী ইউসুফকে নিয়ে লিখতে গিয়ে সামী ইউসুফকে নিয়েই লিখেছেন ।


  2. "উনি একটা ভিডিও বানাবেন যেটা কিনা একটা ম্যাসেজ বহন করবে "


    এইতো আপনিও লেখাটায় এই কাজটি করেছেন । একটা ব্লগ লিখেছেন, এবং তাতে একটা মেসেজ রেখেছেন । হিজাব সংক্রান্ত ।

    "হিজাব ছাড়া মেয়েরা ভাববে যে তারা যে হিজাব করছে না এতে কোন অসুবিধা নেই ।"

    এটা ওই ব্যাটাকে ভালোমত বুঝিয়ে দ্যান ।

    :)

    লেখাটার জন্য ধন্যবাদ ....


  3. void Says:

    টেস্ট কমেন্ট


  4. ওরেরেরেরেরে..

    কী সৌন্দর্য গো... :DDDDDD

    রেটিং করা যায রে.... !!!!!!!!!

    :PPP


  5. ডাইরেক্ট কমেন্ট বক্স... কী আশ্চর্য....

    এই টেম্পলেটটা আমার কাছে বিক্রি করেন, শূণ্য আপু... ;-))


  6. আর লেখা নেই কেন ?
    http://malyaban.blogspot.com


  7. HJKL Says:
    This comment has been removed by the author.

  8. HJKL Says:

    হুম , আপু বিষয়টা আসলে খুব গুরুত্বপূর্ণ। আমিও আপনার সাথে একমত, আমার মতে হিজাব পড়া মেয়েদের নিলেই ভাল হত। কারণ আমি বিশ্বাস করি যে হিজাব মেয়েদের সৌন্দর্য কোটি কোটি গুণ বাড়িয়ে দেয়, কোন অংশেই কমায়না।


Post a Comment