Mar
05
void
০৫.০৩.০৮
দুপুর ২:৩১

মাঝে মাঝে মনে হয়,

জীবনে একটা ctrl+z থাকলে মন্দ হতো না...

আজ একটা ctrl+z এর প্রয়োজন খুবই অনুভব করছি...

কত ভুল নিয়ে এতদূর চলে এসেছি...

ভাবতেই কেমন যেন লাগে...

কি যেন নেই আমার জীবনে...


-- হতাশা...

-- দুঃখবোধ...

-- বিষন্নতা...


কেমন যেন দম বন্ধ হয়ে যাওয়া একটা অবস্থা....

F5 প্রেস করেও আমি আমার হতাশাকে, দুঃখবোধকে, বিষন্নতাকে কাটাতে পারি না..

বার বার প্রেস করলে ওরা আমাকে আরো চেপে ধরে...


মাঝে মাঝে ইচ্ছে হয়,

Del প্রেস করি...

কিন্তু আমি পারি না...

আমাকে শেষ করে দিতে আমি পারি না...

আসলে Del প্রেস করলে তো শেষ হয়ে যাবো না...

Recycle Bin এ গিয়ে জমা হবো...

সেই ঘুটঘুটে অন্ধকার Recycle Bin...

ভাবতেই গা শিউরে উঠে...

একটা অজানা আতংক ভর করে...


মাঝে মাঝে ভাবি,

সৃষ্টিকর্তা Shift+Del অপশন টা আমার হাতে দিলে কি এমন ক্ষতি হতো...

আর যদি recovery-র কোন সিস্টেমই না থাকতো...

সম্পূর্ণ শেষ করে দিতাম এই জীবনকে...

একেবারে অস্তিত্বহীন হয়ে যেতাম...

সিস্টেম থেকে পুরোপুরি আউট...


. . .