আজকে সামি ইউসুফের সাথে লাইভ চ্যাট হল । প্রায় ৩ ঘন্টা ধরে চ্যাট, মাশাআল্লাহ! শেষের দিকে সামি ইউসুফের গলার অবস্থা কেরোসিন । একটা ফোরামের মাধ্যমে আমরা ভয়েস চ্যাট করলাম...
ব্যক্তি হিসাবে সামি ইউসুফ অনেক নম্র, ভদ্র, কথা বলেন সুন্দর করে । তবে এখনো সম্পূর্ণ ম্যাচিউরড হয়ে উঠতে পারেন নি । আরেকটু ট্যাকফুললি কথা বললে ভাল হতো ।
কুরদিসদের সম্পর্কে সামি ইউসুফের ধারণা শুনে তাজ্জব হয়ে গেলাম । কুরদিসদের সম্পর্কে আমি অবশ্য বেশি কিছু জানি না, কিন্তু যারা নির্যাতিত, যারা তাদের স্বাধীনতার জন্য যুদ্ধ করে চলেছে তাদেরকে টেরোরিস্ট বলাটা কতটা যুক্তি সংগত হয়েছে এটা বুঝতে পারছি না । এ সম্পর্কে মন্তব্য করতে গেলে আমাকে প্রথমে কুরদিসদের পিকেকে গ্রুপ সম্পর্কে জানতে হবে । এখন যেহেতু তেমন কিছু জানি না, তাই মন্তব্য করা থেকে বিরত থাকছি ।
শেষ মিউজিক ভিডিও 'আসমা-উ-আল্লাহ' তে হিজাব ছাড়া মেয়েদের যে দেখানো হয়েছে, এটারও তেমন শক্ত যুক্তি সামি ইউসুফ দিতে পারেন নি । যা বললেন তা আমার কাছে খুব একটা ভাল লাগে নি । উনি বললেন, কার ফেইথ বেশি এটা আমরা জাজ করার কে । কেউ যদি হিজাব ছাড়া থাকে তার বিশ্বাস যে হিজাবী মেয়েদের থেকে বেশি তা আমরা কেমন করে বুঝলাম? হতে পারে, যে হিজাব ছাড়া মেয়েটির ফেইথ বেশি । সুতরাং উনি হিজাব ছাড়া মেয়েদের নিয়েও কাজ করেছেন । যুক্তিটা আমার কাছে কেমন যেন ঠেকলো । কথা হচ্ছে, উনি তো কাজ করার জন্য পুরোটাই স্বাধীনতা রাখেন । উনি একটা ভিডিও বানাবেন যেটা কিনা একটা ম্যাসেজ বহন করবে । কি ম্যাসেজ দিচ্ছেন সেটাতো খোলাখুলি কোথাও বলেন নি । হিজাব ছাড়া মেয়েরা ভাববে যে তারা যে হিজাব করছে না এতে কোন অসুবিধা নেই । আমরা জানি হিজাব করা ফরজ, তাতে কি হয়েছে? আমাদের তো ফেইথ আছে । সুতরাং হিজাবেরই বা কি দরকার! বিশ্বাস থাকলেই তো হল । আর অমুসলিমদের কথা বাদই না হয় দিলাম ।
ভিডিওতে সবক'টা মেয়ে হিজাবী থাকলে এমন কি অসুবিধা হতো? আমার মতে অসুবিধা তো হতোই না বরং অনেক লাভ হতো । নন-হিজাবীরা দেখতো যে হিজাব করেও কি সুন্দর কাজ করা যায় । শুধুমাত্র আল্লাহ যতটুকু সীমারেখা টেনে দিয়েছেন সেই সীমার মধ্যে সবকিছু করা সম্ভব । এটা কি আরও ভাল ম্যাসেজ হতে পারতো না?
যা হোক, আল্লাহর কাছে দোয়া করছি সামি ইউসুফ আরো পরিণত হোক । আল্লাহ তাকে সৎ পথে থাকার তাওফীক দান করুন ।